সীমান্ত আরিফ: বিএনপি জিয়া হত্যার বিচার চায় না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। সোমবার রাতে সময় টিভিতে ‘সম্পাদকীয় অনুষ্ঠানে’ তিনি এ কথা বলেন।
অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, জিয়া পরিবারই জিয়া হত্যার বিচার চায়নি। তাই বিএনপি তিনবার ক্ষমতায় থাকলেও জিয়া হত্যার বিচার করেনি। যারা জিয়াকে ভালবাসতো তারা জিয়া হত্যার বিচারের কথা বললেই তাদের বলা হতো- এতো জিয়া জিয়া করেন কেন।
জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সময় টিভিতে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, “খালেদা জিয়ার অঙ্গীকার ছিল জিয়া হত্যার বিচার করবেন। তিন তিন বার ক্ষমতায় যাওয়ার পরও বিএনপি কিন্তু জিয়া হত্যার বিচার করেনি।”