অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা থেকে: ভারতীয় মুসলিম যুবক এবং আইএসআইএসের সম্পর্কের গুরুতর খবর এবার সামনে এসেছে। তদন্ত সংস্থা ৫০০ ভারতীয় মুসলিম যুবকের স্যোশাল সাইটের মাধ্যমে আইএসের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পেয়েছে। এবং তাদের সণাক্তও করেছে। খলিফার স্থাপনার জন্যই আইএসের সঙ্গে জড়িত হতে চায় এই যুবকরা।
তদন্ত সংস্থার বক্তব্য, কাশ্মীর, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, ইউপি, এবং পশ্চিমবঙ্গের মুসলিম যুবকরা এই অভিযানে সামিল আছে। এই লোকেরা ট্রিলিয়ক কাকো, নিম্বুজ, ভীবর হাইক, ট্র্যাকার এবং গ্রুপ ভির মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে। এরা ওয়েবসাইটের মধ্যমেও একঅপরের সঙ্গে যোগাযোগ রাখে। যাতে তারা ইরাক এবং সিরিয়া পৌঁছে খলিফা স্থাপনার লড়াইতে থাকতে পারে।
ইংরাজি পত্রিকা টাইমস অফ ইন্ডিয়ার বক্তব্য, ভারতীয় মুসলিমদের উপর আইএসের প্রভাব কম। কিছু মুসলিম যুবক খলিফার প্রতিষ্ঠার জন্য আইএসের সঙ্গে যুক্ত। এবং কিছু লোক সারা বিশ্বে আইএসের উন্নতির কথাও বলে।
৫০০ মুসলিম যুবকের আইএসের সঙ্গে যুক্ত থাকার কথা জানার পর তদন্ত সংস্থার মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিছুদিন আগেই অনেককে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু সাক্ষীর অভাবে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আধিকারিকদের বক্তব্য এরা আগে জৈস-ই-মহম্মদ এবং ইন্ডিয়ান মুজাহিদিন এবং অন্য সংগঠনের উপর প্রভাবিত ছিল। কিন্তু এখন এরা আইএসের বিচার ধারায় প্রভাবিত। তদন্ত সংস্থার দাবি, এই মুসলিম যুবকদের দাবি এক না একদিন সারা বিশ্ব খলিফার হাতে চলে যাবেই। আর এরজন্যই আইএসআইএস লড়ছে।
তদন্ত সংস্থার তরফ থেকে বলা হয়েছে এই যুবকদের ধারনা পশ্চিমি দেশ গুলির দমনকারী নীতির বিরোধীতা একমাত্র আইএসই করতে পারে। তাই তাদের উচিত আইএসআইএসকে লড়াইয়ে সাহায্য করা। তবে ভারতীয় সেনা এবং তদন্ত সংস্থার বিরুদ্ধে তাদের কোনো রাগ নেই।