গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে পৃথক অভিযানে চালিয়ে ডাকাতসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১ টার দিকে পুলিশের বিশেষ একটি টিম গোলাপগঞ্জ উপজেলার বাঘায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত আপ্তাব (৪৫) কে গ্রেফতার করে।সে উপজেলার বাঘা ইউপির গোলাপনগর গ্রামের তাহির আলীর ছেলে।তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় ২ টি ডাকাতি মামলার ওয়ারেন্ট জারী রয়েছে।এছাড়াও সিলেটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।
এদিকে সোমবার রাত ৮ টার দিকে উপজেলার ভাদেশ্বরে পুলিশের আরেকটি বিশেষ টিম অভিযান চালিয়ে মাদক বিক্রি করার সময় ২০০ গ্রাম গাঁজাসহ আব্দুল খালিক (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।সে উপজেলার ভাদেশ্বর ইউপির উত্তরগাঁও গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একে এম ফজলুল হক শিবলী গ্রেফতারের সততা নিশ্চিত করেন।