এম কবরি : বএিনপরি র্শীষ নতোরা সরকাররে কঠোর সমালোচনা করলওে তাদরে অনকেইে গ্রপ্তোর আতঙ্কে ভুগছনে। কারণ র্শীষস্থানীয় অনকে নতোদরে নামে গ্রপ্তোরি পরোয়ানা জারি আছ।ে সরকার চাইলে যকেোন সময় তাদরে গ্রপ্তোর করতে পার।ে বএিনপি নতো আসলাম চৌধুরী, ব্যারস্টিার রফকিুল ইসলাম ময়িা, শহদি উদ্দনি চৌধুরী এ্যান,ি সাংবাদকি নতো ও খালদো জয়িার উপদষ্টো শওকত মাহমুদ, শফকি রহেমানসহ আরো অনকেে এখন জলেে আছনে। যুদ্ধাপরাধরে অভযিোগ ওঠার পর গোপনে দশে ছাড়লনে বএিনপি নতো ও সাবকে শক্ষিামন্ত্রী ড. এম ওসমান ফারুক। এমন খবর একটি জাতীয় দনৈকিে প্রকাশতি হয়ছে।ে সচল হয়ে উঠছে বএিনপি নতোদরে অনকে পুরনো মামলা। এমনকি পুরনো মামলার এজাহারে নাম না থাকলওে নতুন করে সখোনে কোনো কোনো নতোর নাম আসছ।ে এ অবস্থায় দলরে নতো-র্কমীদরে মধ্যে উদ্বগে-উৎকণ্ঠা বাড়ছ।ে
২৫ মে গাড়তিে পট্রেলবোমা বস্ফিোরণরে ঘটনায় বশিষে ক্ষমতা আইনে দায়রে করা মামলায় বএিনপি চয়োরপারসনরে বশিষে সহকারি শামসুর রহমান শমিুল বশ্বিাস, প্রসে সচবি মারুফ কামাল খানসহ ২৭ জনরে বরিুদ্ধে গ্রফেতারি পরোয়ানা জারি করছেে আদালত। পুলশিরে দয়ো অভযিোগপত্র আমলে নয়িে ঢাকার মহানগর বশিষে ট্রাইব্যুনাল-১-এর বচিারক কামরুল হোসনে মোল্লা এ আদশে দনে।
২৯ মে বএিনপি চয়োরপারসন খালদো জয়িাসহ বএিনপরি ৫১ নতোর্কমীর বরিুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় করা পৃথক দুটি নাশকতার মামলায় রোববার আদালতে র্চাজশটি জমা দয়িছেে পুলশি। এতে খালদো জয়িাকে পলাতক দখোনো হয়। পাশাপাশি খালদো জয়িার বরিুদ্ধে গ্রফেতারি পরোয়ানা জাররি আবদেন করা হয়ছে।ে রোববার ঢাকা মহানগর হাকমি এমদাদুল হকরে আদালতে দারুস সালাম থানার এসআই শঙ্খবালাসহ মামলার দুই তদন্তকারী র্কমর্কতা এ দুটি র্চাজশটি দাখলি করনে। আদালত পুলশিরে জআিরও জাহাঙ্গীর আলম বষিয়টি নশ্চিতি করছেনে।
রাজধানীর শরেবোংলা নগর থানায় বশিষে ক্ষমতা আইনে করা একটি মামলায় বএিনপরি যুগ্ম মহাসচবি বরকত উল্লাহ বুলুসহ ১১ জনরে বরিুদ্ধে গ্রফেতারি পরোয়ানা জারি করছেনে আদালত। এ মামলার অন্য আসামরিা হলনে যুবদলরে সাধারণ সম্পাদক সাইফুল আলম নরিব, ছাত্রদলরে সাবকে সভাপতি আজজিুল বারী হলোল, বএিনপি চয়োরপারসনরে বশিষে সহকারী শমিুল বশ্বিাস প্রমুখ। গত সপ্তাহে উচ্চ আদালতরে মাধ্যমে দায়ত্বি ফরিে পাওয়ার আদশেরে পরপরই নাশকতার পুরনো এক মামলায় গ্রফেতার হন গাজীপুর সটিি করপোরশেনরে ময়ের অধ্যাপক এম এ মান্নান। সলিটেরে ময়ের আরফিুল হক এক মামলায় জামনিে মুক্তি পলেওে আরকে মামলায় তাকে জলেে পাঠানো হয়।
গ্রফেতার হয়ছেনে বএিনপি চয়োরপারসন বগেম খালদো জয়িার বদৈশেকি কূটনীতবিষিয়ক উপদষ্টো কমটিরি আহ্বায়ক ও প্রবীণ সাংবাদকি শফকি রহেমান। গ্রফেতার করা হয়ছেে কুষ্টয়িা জলো বএিনপরি সভাপতি মাসুদ অরুণসহ বশে কয়কেজন নতো-র্কমীক।ে
কাউন্সলিরে পর বএিনপরি নতো-র্কমীরা আবারও সক্রয়ি হওয়ায় তাদরে দমনরে জন্য গ্রফেতার শুরু হয়ছেে বলে মন্তব্য বএিনপি নতোদরে। এ প্রসঙ্গে বএিনপরি মহাসচবি মর্জিা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলছেনে, নতো-র্কমীদরে বরিুদ্ধে গ্রফেতার হয়রানি নতুন কছিু নয়। এই ‘ফ্যাসস্টি’ সরকার ক্ষমতায় আসার পর থকেইে বএিনপি নতো-র্কমীদরে ওপর জুলুম নর্যিাতন চালয়িে যাচ্ছ।ে মূলত বরিোধী দলকে নশ্চিহ্নি করাই তাদরে উদ্দশ্যে। বএিনপি চয়োরপারসন খালদো জয়িা, সনিয়ির ভাইস চয়োরম্যান তারকে রহমানসহ অসংখ্য নতো-র্কমীর বরিুদ্ধে মথ্যিা অভযিোগে মামলা দওেয়া হচ্ছ।ে নতোদরে নর্বিাচন থকেে দূরে রাখতইে সরকার এ কৌশল করছ।ে কন্তিু এসব করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করনে মর্জিা ফখরুল।
বএিনপরি কন্দ্রেীয় র্কাযালয় সূত্র জানায়, বএিনপরি চার লাখ নতো-র্কমীর বরিুদ্ধে অন্তত ২৫ হাজার
মামলার খড়গ ঝুলছ।ে এসব মামলায় কয়কে হাজার নতো-র্কমী এখনো জলেরে ঘানি টানছনে। জামনি নয়িে বরেয়িে এলওে দলরে র্শীষ নতোদরে মধ্যে সবসময় গ্রফেতার আতঙ্ক বরিাজ করছ।ে
এদকিে যুদ্ধাপরাধরে অভযিোগ ওঠার পর গোপনে দশে ছাড়লনে বএিনপি নতো ও সাবকে শক্ষিামন্ত্রী ড. এম ওসমান ফারুক। গত সপ্তাহে সলিটে সীমান্ত দয়িে দশে ছাড়নে তনি।ি ভারত হয়ে ওসমান ফারুক যুক্তরাষ্ট্র গছেনে বলে জানয়িছেে একাধকি নর্ভিরযোগ্য সূত্র। অবশ্য দশেত্যাগরে কয়কে দনি আগে বএিনপি চয়োরপারসনরে উপদষ্টো ড. ওসমান ফারুক গণমাধ্যমকে বলছেলিনে, তার বরিুদ্ধে যে অভযিোগ আনা হয়ছে,ে তা রাজনতৈকি উদ্দশ্যেপ্রণোদতি। তনিি ১৯৭১ সালে দশেে ছলিনে। ময়মনসংিহ কৃষি বশ্বিবদ্যিালয়ে শক্ষিকতা করছেনে। তার বরিুদ্ধে আনা অভযিোগরে ভত্তিি নইে বলে দাবি করছেলিনে তনি।ি গত ৪ মে বএিনপি চয়োরপারসনরে উপদষ্টো সাবকে শক্ষিামন্ত্রী ড. ওসমান ফারুকসহ ১১ জনরে বরিুদ্ধে স্বাধীনতাবরিোধী র্কমকা-রে অভযিোগ পাওয়া গছেে বলে জানায় আর্ন্তজাতকি অপরাধ ট্রাইব্যুনালরে তদন্ত সংস্থা। তাদরে বরিুদ্ধে পাওয়া এসব অভযিোগরে পরপ্রিক্ষেতিে প্রাথমকি তদন্ত করা হচ্ছ।ে তদন্ত শষেে মামলা করা হব।ে ওইদনি এক ে