কিরণ সেখ: ক্ষমতাসীনদের অর্থ লুটপাটের বিরুদ্ধে বিএনপি সংগ্রাম ও আন্দোলন করবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
‘ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ আয়োজিত এ সভায় তিনি বলেন, ডিজিটাল পদ্ধিতে সরকার বিদেশে টাকা পাঁচার করছে। শুনা যাচ্ছে, বর্তমান সরকার এ পর্যন্ত ৭০ হাজার কোটি টাকা পাঁচার করেছে। আমার প্রশ্ন, রাষ্ট্রীয় যন্ত্র ছাড়া কিভাবে এ টাকা লুট হয়? অথচ সরকার বলছে, আমরা কিছু জানি না।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে নোমান বলেন, আমরা ক্ষমতাসীনদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করছি। আর সেই আন্দোলনের জয়ের মুখোমুখি আমরা। বিজয় আমাদের হবেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের চুক্তি করছেন। কিন্তু চুক্তিগুলো কোথায়। প্রশ্ন রাখেন নোমান।
বাংলাদেশ লাশের দেশে পরিণত হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।
সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুক পীরসাহেবের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বক্তব্যে রাখেন।