সিলেটের সকাল : দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় স্কুলে যাবার পথে সড়ক র্দুঘটনা স্টার লাইট স্কুল এন্ড কলেজের ১ম শ্রেণীর এক স্কুল ছাত্রী আহত হয়েছে। আহত স্কুল ছাত্রীর নাম মারজানা জান্নাত (৮)। সে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বড়বাড়ি স্বর্ণশিখা ২০ নং বাসার শাকিল আহমদ মুন্নার মেয়ে।
মঙ্গলবার সকাল ৯ টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোমিনখলা এলাকায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। এ সময় ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো ট- ১৬-৭৪৬৬) আটক করে জনতা।
স্কুল ছাত্রীর পরিবার সূত্রে জানাযায়, প্রতিদিনের মত মারজানা জান্নাত সকালে দাদীর সাথে বাড়ির সামনে একটি স্কুলে যাচ্ছিল। রাস্তা পার হবার জন্য রাস্তার পাশে অপেক্ষ করছিল এসময় বিপরীত ফেঞ্চুগঞ্জ থেকে দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক থাকে চাপাদেয়। এতে সে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। স্কুলের শিক্ষক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসলে সেখানে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণকি তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশংকা জনক।
এদিকে স্থানীয়রা আরো জানান, প্রতিদিন দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বর থেকে শিববাড়ি পর্যন্ত রাস্তার উপর গাড়ি অবৈধ ভাবে পাকিং করে রাখা হয়। ড্রাইভারা রাস্তার উপর গাড়ি রেখে চলে যায়। প্রতিদিন এ রকম ছোট বড় র্দুঘটনা ঘটে। সেই সাথে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানজট লেগে থাকে। এব্যাপারে পত্র-পত্রিকায় বিভিন্ন সময় সংবাদ ও ছবি প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন কার্যকরি পদক্ষেপ নেয়া হয় না।
এ ব্যাপারে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনা (দক্ষিণ) জেদান আল মুসা জানান, দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বর থেকে শিববাড়ি পর্যন্ত রাস্তার উপর গাড়ি পাকিং করে রাখা হয় যা বেআইনি। আমি এব্যাপারে দক্ষিণ সুরমার থানার সহকারি পুলিশ কমিশনারকে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।