সজল সরকার : ভারতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আব্দুল বসিত পাক-ভারত উত্তেজনা আলোচনার মাধ্যমে প্রশমিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন। প্রতিবেশি দুই দেশের মধ্যে উত্তেজনা না বাড়িয়ে বরং শান্তি প্রতিষ্ঠা করলেই উভয় দেশে উপকৃত হবে বলে জানান তিনি।
রাষ্ট্রদূত আব্দুল বাসিত বলেন, ‘পাকিস্তান ও ভারত দুই দেশেই জঙ্গি হামলার আশংকা রয়েছে। একই সঙ্গে থাকা প্রতিবেশি দুই দেশ পরস্পরকে দোষারোপ না করে বরং শান্তি প্রতিষ্ঠা করলে তার ফলাফল উভয় দেশই পাবে।এখন পর্যন্ত আমরা আলোচনায় বসতে পারি নি, আমি মনে করি না যে আলোচনায় কোন সমস্যার সমস্যার সমাধান হবে না।’
ভারতের অনুষ্ঠিত এক সেমিনারে পাঠানকোট বিমান বন্দরে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া জানানে এক বক্তৃতায় রাষ্ট্রদূত আব্দুল বাসিত এ কথা বলেন। বক্তৃতায় তিনি বলেন, ‘পাঠানকোট হামলার ব্যাপারে যেকোন তদন্তে আমরা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। তদন্তের মাধ্যমে ঘটনার মূল বের হবে বলে আমি আশা করি।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রধানমনমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তান সফরকে তিনি স্বাগত জানান। ভারতের কুটনৈতিক মহলের পাকিস্তান সফরের মাধ্যমে শান্তি আলোচনার পথ সুগম হলেও হঠাৎই ভারতের পাঠানকোটে সন্ত্রাসী হামলায় দু’জাতির শান্তি আলোচনা শুরু হয়নি। আব্দুল বাসিত বলেন, ‘পাঠানকোট হামলার ৫ মাস কেটে গেলেও পাক-ভারত শান্তি আলোচনা এখনও শুরু হয়নি।’
পাকিস্তান ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং এজন্য প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তার স্বদিচ্ছার কথা জানিয়েছেনও বলে বক্তৃকায় উল্লেখ করেন তিনি। ইতোমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ওপেন হার্ট সার্জাারির বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোঁজ নেন এবং আরোগ্য কামনা করেন। রাষ্ট্রদূত বিষয়টিকে ইতিবাচক উল্লেখ করে বলেন, ‘এভাবে মানবতার স্বার্থে এগিয়ে আসলে জম্মু-কাশ্মিরসহ পাক-ভারতের অন্যান্য সমস্যাগুলোও সমাধান হবে।’
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া