আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নাগপুরের পুলগাঁ এলাকায় অবস্থিত সামরিক বাহিনীর অস্ত্র-গোলাবারুদ ডিপোতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে বাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২০ জন নিহত এবং আহত হয়েছেন আরও ১৭ জন। বিধ্বংসী আগুনে জখম হয়েছেন ১৯ জন।
মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
সামরিক বাহিনীর ওই কর্মকর্তা জানান, নাগপুর থেকে ১১০ কিলোমিটার দূরে অবস্থিত ওই অস্ত্র-গোলাবারুদ ডিপোতে সোমবার দিবাগত রাত ১.৩০টা নাগাদ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
ঘটনার পরে ডিপোর আশে-পাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। প্রচুর বিস্ফোরক থাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুন ভয়াবাহ আকার ধারণ করে। হতে থাকে একের পর এক বিস্ফোরণ।
দমকলের ১০টি ইঞ্জিন সারারাত ধরে আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিল। ওয়ার্ধা জেলাপুলিশের তরফে জানানো হয়েছে অনেক চেষ্টার পর সকাল সওয়া ছটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ভারতের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকা-ের কারণ খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। অস্ত্রাগারের কাছের গ্রামগুলিতে যাঁরা বসবাস করেন, তাঁদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
বিএসএস থেকে নেয়া