সারোয়ার জাহান : সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বরাদ্দ খুবই সামান্য তার মধ্যে বরাদ্দের প্রায় ৩০ শতাংশ চলে যায় সরকারি পেনশন দিতে গিয়ে, আরও ৩০ শতাংশ চলে যায় দুর্নীতির কারণে। এই অবস্থায় দুর্নীতি ও বৈষম্য মূলক ব্যবস্থা দূরকরে সামাজিক নিরাপত্তা খাতে বাজেটে বরাদ্দ আরও বাড়ানোর উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা।
গোলক বিবি এক সময় বাসা বাড়িতে কাজ করতেন। এখন প্রতিদিন তিনি বসে থাকেন কবরস্থানের পাশে। তার কারণ এখন আর তার শরীরে নেই আগের মত শক্তি। রাষ্ট্রের পক্ষ থেকে গোলক বিবিকে কেন সাহায্য সহযোগীতা করা হচ্ছে না এই বিষয়টি সম্পর্কে তার নেই জানা। কিন্তু তিনি এটা জানেন প্রতিদিন কবরস্থানের পাশে বসে থাকলে অন্ত্যত ভিক্ষা পাওয়া যায়।
এই গোলক বিবিদের মত দুস্থদের জন্য সরকারের রয়েছে সামাজিক নিরাপত্তা খাত। কিন্তু এরকম অনেক দুস্থ আছেন যারা সামাজিক নিরাপত্তা খাত থেকে কোনো সাহায্য পান না। বরং এই খাত থেকে এমন কিছু মানুষ সাহায্য পায় যাদেরকে কোনো ভাবেই দুস্থ বা অসহায় বলা যায় না। বরং তাদের বলা যায় সমাজের সবচেয়ে সুবিধা প্রাপ্ত ব্যক্তি।
ধরা যাক সরকারের এক জন উচ্চপদস্থ কর্মকর্তার কথা। তিনি যখন অবসরে যাবেন তখন তারও পেনশনের টাকা আসে সামাজিক নিরাপত্তা খাত থেকে । সামাজিক নিরাপত্তা খাতে দুস্থ ও অসহায়দের জন্য বাজেটে যে টাকা বরাদ্দ থাকে তার প্রায় ৩০ শতাংশ চলে যায় সরকারি কর্মকর্তাদের পেনশন বাবদ।
সেন্টার ফর পলিসি ডায়ালগের রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, সামাজিক নিরাপত্তা খাতের বাজেট বলতে আমরা বুঝি এই টাকাটা গরিব দুস্থরা পাচ্ছে কিন্তু বাস্তব হলো এই সামাজিক নিরাপত্তা বাজেটের একটা অংশ সরকারি চাকুরিজীবীদের পেনশনে দেওয়া হচ্ছে।
অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, আমরা বৃদ্ধদের ৩০০ থেকে ৫০০ টাকা ভাতা দিয়ে থাকি কিন্তু একজন সচিব যখন অবসর গ্রহণ করেন তখন তিনি ২০ থকে ২৫ হাজার টাকা ভাতা পান। বৃদ্ধ ভাতার একটা বড় অংশ চলে যায় অল্প কিছু মানুষের জন্য। আর বাকি অর্ধেক অংশ আসে সাধারণ লাখ লাখ মানুষের কাছে ।
তিনি আরো বলেন, বরাদ্দ যাই হোক না কেন তার ৩০ শতাংশ বিভিন্ন দুর্নীতির মধ্য দিয়ে বেরিয়ে যায়। সুতরাং এই দুর্নীতিটা বন্ধ করতে হবে।
বরাদ্দের ৩০ শতাংশ কেবল যে সরকারি কর্মকর্তারা পেনসনে পাচ্ছেন তা নয় সামাজিক নিরাপত্তা খাতে বাকি যে ৭০ শতাংশ দুস্থদের জন্য বরাদ্দ থাকে সেখানেও ভাগ বসাতে চায় সরাকারি কর্মকর্তাদের মধ্যে কিছু দুর্নীতিবাজরা।
এসব বাস্তবতার কারণে গোলক বিবিদের মত দুস্থ অসহায়দের হাত পাতা লাগে মানুষের কাছে। কে জানে ভিক্ষা হিসাবে যে টাকা আসে দুস্থদের কাছে সেটা হতে পারে তাদেরই প্রাপ্য টাকা যা তাদের কাছে আবার ফিরে আসে ভিক্ষা হয়ে। এনটিভি