কিরণ সেখ: বৃষ্টি উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দিনের শুরুতে আবহাওয়া ভালো থাকলেও বিকাল সাড়ে ৩টায় রাজধানীতে হালকা বৃষ্টি দেখা দেয়। সেই বৃষ্টি উপেক্ষা করে শ্যামপুর ঈদগাহ মাঠে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেন তিনি।
মঙ্গলবার বেলা পৌনে ১টায় খিলগাঁও জোড়াপুকুর মাঠের সামনে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ শুরু করেন তিনি। এরপর মাদারটেকের আবদুল আজিজ উচ্চ বিদ্যালয়, হাটখোলার অভিসার সিনেমা হলের সামনে, গেন্ডারিয়া কাঠের পুল, ধোলাইপাড়, যাত্রাবাড়ীর দয়াগঞ্জ, জুরাইন আলম মার্কেট, শ্যামপুর ঈদগাহ মাঠেও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন। খাবার বিতরণ অনুষ্ঠান বিকাল সাড়ে ৩টায় শেষ হয়। এরপর খালেদা জিয়া বিকাল ৪ টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নামাজ আদায় করেন। পরে বিকাল ৫ টায় গুলশান নিজ বাসভবনে প্রবেশ করেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ প্রমুখ উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি তিনদিনের খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করে। প্রথম দিন গতকাল সোমবার খালেদা জিয়া রাজধানীর ৩০টি স্থানে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেন।