মামুন খান : নায়িকা মাহিয়া মাহির করা মানহানির মামলায় তারই কথিত স্বামী শাহরিয়ার ইসলাম শাওনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুনানি শেষে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে দুই দিনের রিমান্ড শেষে মঙ্গলবার শাওনকে আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অপরদিকে শাওনের আইনজীবী তার জামিনের আবেদন জানান।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২৮ মে শাওনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
২৭ মে উত্তরা পশ্চিম থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭/২ ধারায় দায়ের করা মাহিয়া মাহির মামলা তাকে গ্রেপ্তার করে পুলিশ। মাহি চলচ্চিত্র জগতে মাহিয়া মাহি নামে পরিচিত হলেও তার প্রকৃত নাম শারমিন আক্তার নীপা।
মামলায় মাহি অভিযোগ করেন, গত ২৭ মে তার বন্ধু শাহরিয়ার আলম শাওনের সঙ্গে তার কিছু অন্তরঙ্গ ছবি কয়েকটি অনলাইন নিউজপোর্টাল এবং ফেইসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনার সাথে শাওন ছাড়াও তার বন্ধু হাসান, আল আমীন, খাদেমুল এবং শাওনের খালাত ভাই রেজওয়ান জড়িত বলে তার ধারণা। বিয়ে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে এসব ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।