আমির পারভেজ : তেলেঙ্গানায় এক শিক্ষার্থীর আত্মহত্যার একদিন পর রাজ্যের মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও এবং পুলিশ প্রধানের কাছে তার পাঠানো চিঠি ডাকযোগে এসে পৌঁছেছে। চিঠিতে ২১ বছরের ঝানসি রানি নামের বি টেক-এর একজন শিক্ষার্থী লিখেছেন, তার মা ও স্বামী পতিতাবৃত্তি করার জন্য তাকে বাধ্য করার চেষ্টা করছেন। পুলিশ ওই চিঠিকে সুইসাইড নোট হিসেবে বিবেচনা করছে।
চিঠি পেয়ে হায়দ্রাবাদ থেকে ১০০ কিলোমিটার দূরে নাকরেকাল এলাকায় ঝানসির বাড়িতে পুলিশ যখন পৌঁছায় তখন তরুণীর মা ও স্বামীকে পায়নি। বাসা তালা দেওয়া অবস্থায় পায়। প্রতিবেশীরা পুলিশকে জানান, বুধবার বিষ খেয়ে আত্মহত্যা করেন ঝানসি। দুই বছর আগে ঝানসির মা তাকে জোর করে বিয়ে দেন। তিনি স্বামীর সঙ্গে থাকতে চাইতেন না। পরিবারের সদস্যরা তরুণীর শেষকৃত্য সম্পন্ন করতে গিয়েছেন।
পুলিশ জানায়, ওই তরুণী অভিযোগ করেছেন স্বামীর কাছ থেকে টাকা নিয়ে জোর করে মা তার বিয়ে দিয়েছেন। ২৩ মে ঝানসি চূড়ান্ত পরীক্ষা দেন। পরীক্ষার পর মা ও স্বামী তাকে বাসায় নিয়ে আসেন। তারা তাকে নির্যাতন করেন ও বিষ খাইয়ে হত্যার হুমকি দেন।
পুলিশ আরও জানায়, ঝানসি মা তার আত্মহত্যার বিষয়টি কাউকে না জানিয়েই শেষকৃত্য সম্পন্ন করেন।
সূত্র: এনডিটিভি।