আবু সাইদ: তুরস্কে দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। সোমবার দেশটির সিরনাক ও ভ্যান প্রদেশে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রথম হামলায় দেশটিতে নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহীরা একটি ম্যানহোল কভারের নীচে বিস্ফোরক পেতে রাখে এবং পুলিশ বহনকারী একটি গাড়ি ও ম্যানহোলের ওপর দিয়ে যাওয়ার সময় দূরনিয়ন্ত্রণের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণে চারজন নিহত ও ১৯ জন আহত হন।
ভ্যান প্রদেশে পিকেকে বিদ্রোহীদের বোমা হামলায় আরো দুই পুলিশ কর্মকর্তা নিহত ও একজন আহত হন। এখানেও দূরনিয়ন্ত্রণের মাধ্যমে পুলিশের একটি গাড়িকে লক্ষ করে হামলাটি চালানো হয়। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড