আবু সাইদ: ফ্রান্সে শ্রমিক অসন্তোষ ক্রমেই বাড়ছে। দেশটির শ্রম আইন সংস্কার নিয়ে শ্রমিক ইউনিয়নগুলোর প্রতিবাদের মধ্যে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির রেলওয়ে কর্মীরা। এর ফলে জ্বালানি স্বল্পতায় ভুগতে থাকা ফ্রান্সের পরিবহন খাত আরো বিপর্যয়ের মুখে পড়বে।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ জানিয়েছেন, প্রস্তাবিত সংস্কার পরিকল্পনা থেকে তিনি সরে আসবেন না। এই পরিকল্পনায় শ্রমিক নিয়োগ ও ছাঁটাই সহজ করার প্রস্তাব করা হয়েছে।
দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ফ্রান্সে ইউরো ফুটবলের চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। এর আগে শ্রমিক অসন্তোষ দেখা দেয়ায় দেশটির যোগাযোগ ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে।
সোমবার ফ্রান্সের আটটি তেল শোধনাগারের মধ্যে ছয়টির কার্যক্রম বন্ধ ছিল অথবা উৎপাদন ন্যূনতম পর্যায়ে ছিল। উত্তরাঞ্চলীয় ল্য হ্যাভেয়ার তেল শোধনাগারের শ্রমিকরা তাদের চলমান অবরোধ বুধবার পর্যন্ত ধরে রাখার পক্ষে ভোট দেন। এই শোধনাগার থেকে রাজধানী প্যারিসের দুটি প্রধান বিমানবন্দরে জ্বালানি সরবরাহ করা হয়।
এর মধ্যে প্যারিস মেট্রোরেলের কর্মীরা বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন। এছাড়া বেতন নিয়ে ক্ষুব্ধ এয়ার ফ্রান্সের পাইলটরাও ধর্মঘটের পক্ষে ভোট দিয়েছেন। এতে চলতি সপ্তাহের শেষ দিকে দেশটির যোগাযোগ ব্যবস্থা আরো বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ অবস্থার প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালাস তার কানাডা সফর বাতিল করেছেন।
সূত্র: বিবিসি