মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : সুন্দরগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলে শহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত।
মঙ্গলবার গাইবান্ধা জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এ আদেশ দেন। মামলার রায়ের বিবরণে জানা যায়, ২০১১ সালে উপজেলার সুবর্ণদহ গ্রামের রহিমা বেগম তার ছেলে শহিদুলকে নিয়ে পঞ্চগড় জেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে ১লা জুলাই/১১ মা রহিমা বেগমকে ছেলে শহিদুল ইসলাম হত্যা করে সুন্দরগঞ্জের সিংড়িয়া বিলে পানির নিচে লাশ লুকিয়ে রাখে। পরদিন সেখান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি জানার পর নিহতের ছোট ছেলে মুকুল মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।