আল-আমীন আনাম: বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে মহানগর দক্ষিণের আরো ১০টি থানার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সোমবার রাতে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এই কমিটির অনুমাদন দিয়েছেন।
মহানগর দক্ষিন ছাত্রলীগের সভাপতি বায়েজিদ আহমেদ খান বাসসকে এ কথা জানিয়েছেন।
এর আগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়েজিদ আহমেদ ও সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির জন্য সুপারিশ করেন।
এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের আওতাধীন রমনা, রামপুরা, শাজাহানপুর, মতিঝিল, সিদ্দেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ, বংশাল, ওয়ারী, গেন্ডারিয়া, যাত্রাবাড়ী, লালবাগ থানা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।