জাহিদ হাসান : প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সাথে ইসরাইলি রাজনীতিবিদ মেন্দি এন সাফাদি বৈঠক করার দাবি নিয়ে করা সাক্ষাতকারের ভিডিওটি ষড়যন্ত্রমূলকভাবে তৈরি করার প্রমাণ মিলেছে। বেসরকারি টেলিভিশন ‘একাত্তর’-এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন সব তথ্য।
একাত্তর টেলিভিশনের অনুসন্ধানে বলা হয়, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে জড়িয়ে যুক্তরাষ্ট্র থেকে তৈরি প্রোপাগান্ডা ভিডিওটির মূলহোতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা জাহিদ এফ সরদার সাদির সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। অনুসন্ধানে দেখাগেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ২৭ মে বাংলাদেশ সময় সকাল ১০ টা ২২ মিনিটে বিএনপি চেয়ারপারসনের সাবেক এই উপদেষ্টা তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে প্রোপাগান্ডা ভিডিওটি প্রথম আপলোড করেন। এর আগে সরদার সাদি তার ফেসবুক পেইজে স্থানীয় সময় সকাল ৯টা ১৭ মিনিটে স্ট্যাটাস দেন ভিডিওসহ ব্রেকিং নিউজ আসছে। সত্য উন্মোচন করা হবে।
স্ট্যাটাসের সাথে ইসরাইলের লিয়াকুদ পার্টির নেতা মেন্দি সাফাদি ও জাহিদ এফ সরদার সাদিকে ওয়াশিংটন ডিসির একটি রেস্টুরেন্টে বসে সময় কাটাতে দেখা গেছে। অনুসন্ধানে আরো জানা গেছে, যুক্তরাষ্ট্রে টাইম টেলিভিশনের কারিগরি সহায়তা নিয়ে ওই ভিডিওটি তৈরি করা হয়। ভিডিও রিপোর্টটি প্রচারের প্রায় ১৮ ঘণ্টা পর সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক স্ট্যাটাসে ভিডিও সম্পর্কে ব্যাখ্যা দেন। তিনি বলেন সাফাদির সাথে তার কোনো বৈঠক হয়নি। ভিডিওটি ছিল মিথ্যা।
এদিকে ভিডিওটির গ্রাফিক্যাল ইমেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে মেন্দি সাফাদির যে ভিডিওটি ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হয়েছে সেটি ক্রমা স্টুডিওতে ধারণ করে সজীব ওয়াজেদ জয়ের ছবি সম্পাদনা করে যুক্ত করা হয়েছিল। মুল স্টুডিওর সবুজ পর্দা ও টেবিলের উপর সবুজ ছায়া দেখে নিশ্চিত হওয়া গেছে সাক্ষাতকারটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও পূর্ব পরিকল্পিত।
এদিকে জাহিদ এফ সরদার সাদিও এমন প্রতারণা পূর্ণ ভিডিও তৈরির ব্যাপারে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি বলেন, তারা জাহিদ এফ সাদিকে চিনেন না। এবিষয়ে তারা কোনো মন্তব্য করতে পারবে না।