মোস্তাফিজুর রহমান : রাজধানীর হাতিরঝিলে, তেজগাঁও শিল্পাঞ্চল থানার দক্ষিণ কুনিপাড়ায়, রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল ধাক্কায় মাহিম (৮) বছরের এক শিশু গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে।
মঙ্গলবার দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। মাহিম মাছ ব্যবসায়ী মো. মোস্তফা মিয়ার ছেলে।
খবর পেয়ে পরিবারের লোকজন তাকে ঢাকা মোট্রোপলিটন হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে নিয়ে যায়। প্রাথমিকি চিকিৎসা দিয়ে তাকে বাসায় নিয়ে আসে। পরে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে আবারও ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকের কলেজের ক্যাম্পের নায়েক রফিক জানান নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।