মোস্তাফিজুর রহমান : রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় পানিতে ডুবে ফয়সাল (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
শিশুটির বাবা মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, যাত্রাবাড়ী কাজলা উত্তরপাড়ায় বাসার সামনে ছোট ডোবার পাশে খেলতে গিয়ে সেখানে পানিতে পড়ে যায় ফয়সাল। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাশের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের নায়েক রফিক জানান, শিশুর মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।