সিলেটের সকাল : বর্ধিত সময়ের মধ্যে সারাদেশে প্রায় ১১ কোটি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন হয়েছে। গতকাল ৩১ মে রাত ১২ টা পর্যন্ত এই সংখ্যক সিম নিবন্ধন হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) সূত্রে এ তথ্য জানা গেছে। তবে ৩১ মে মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাওয়া মোবাইল ফোনের অনিবন্ধিত সিম ১ জুন থেকেই গ্রাহক চাইলে নতুন করে কিনে নিবন্ধন করতে পারবেন।
প্রসঙ্গত, বিটিআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোনো সিম ১৮ মাস (৫৪০ দিন) বন্ধ থাকলে সেই সিমের মালিকানা হারাবেন গ্রাহক। চূড়ান্ত সিদ্ধান্তের আগে ১৫ মাস (৪৫০ দিন) সময় পার হওয়ার পর মোবাইল ফোন অপারেটররা বিজ্ঞপ্তি প্রকাশ করে বন্ধ সিমটি পরবর্তী ৯০ দিনের মধ্যে চালু করার জন্য গ্রাহককে অনুরোধ করবে। এরপরও সিম নিবন্ধন করা না হলে ১৮ মাস পরে ওই সিমটির মালিকানা ব্যবহারকারীর থাকবে না। মোবাইল ফোন অপারেটরগুলো ওই সিম নতুন করে বাজারে ছাড়তে পারবে। চালু করতে পারবেন।