ডেস্ক রিপোর্ট:সুনামগঞ্জে চার দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পাঁচদিনের জন্য স্থগিত করেছে সুনামগঞ্জ বেসিক পরিবহন শ্রমিক ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদ। মঙ্গলবার রাতে চার দফা দাবি আদায়ে স্থানীয় পরিবহন শ্রমিক কার্যালয়ে সভা করে পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম সমস্যা সমাধানের আশ্বাস দিলে পাঁচদিনের জন্য ধর্মঘট স্থগিত করা হয়।
সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভাগীয় সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক জানান, জেলা প্রশাসকের আশ্বাসে ধর্মঘট স্থগিত করা হয়েছে। অন্যান্য দিনের মতো সব রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, ছাতক পৌর এলাকায় পৌর টোল আদায়, ছয়হারা ও আব্দুস জহুর সেতুতে টোল আদায় বন্ধ এবং লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরির ৩০ জন পরিবহন শ্রমিক ছাঁটাইয়ের পর উচ্চ আদালতের পুনর্বহাল আদেশ কার্যকর না করার প্রতিবাদে এ ধর্মঘটের আহ্বান করা হয়।