দক্ষিণ সুরমা প্রতিনিধি ॥ সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে রাস্তার উপর চোরদের কেটে ফেলে রাখা একটি গাছের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে ১ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কমপক্ষে ৮ জন।
মঙ্গলবার রাত ১১টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন মোহাম্মদপুর গ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে ওসমানী হাসপাতালে ও ৪ জনকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত রাত ১১টার দিকে যাত্রী নিয়ে সিলেট থেকে ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ায় যাচ্ছিল সিএনজি চালিত একটি অটোরিক্সা (নং- সিলেট-থ-১৩-০৪৪১)। অন্যদিকে, সিলেটের দিকে আসছিল ৫ জন যাত্রীবাহী একটি প্রাইভেট কার (নং- ঢাকামেট্রো-গ-১২-০৮০৭)। একই সময়ে দুটি গাড়ী দক্ষিণ সুরমা উপজেলার সীমান্তবর্তী মোহাম্মদপুর গ্রামের সামনের সড়কে মুখোমুখি হয়। কিন্তু রাস্তার উপর চোরেরা একটি বড় বেলজিয়াম গাছ আগে থেকেই কেটে ফেলে রেখেছিল। গাড়ী দুটি আকষ্মিক ঐ গাছটি দেখতে পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে দুটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সাটি দুমড়ে মোচড়ে যায়। সংঘর্ষে দুটি গাড়ীর যাত্রীদের সবাই গুরুতর আহত হন। স্থানীয় জনতা ও ঐ সড়কের গাড়ীর যাত্রীরা আহতদের উদ্ধার করেন।
এদের মধ্যে সিএনজি অটোরিক্সা যাত্রীদেরকে ওসমানী হাসপাতালে ও প্রাইভেট কারের যাত্রীদের নগরীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। আহত অটোরিক্সা যাত্রী ইমরান আহমদকে (২৫) ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বাদে দেউলি গ্রামের আখলিছ আলীর পুত্র। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অন্যরা হলেন- অটোরিক্সা চালক পারভেজ আহমদ (২৮), জসিম উদ্দিন (২৫) ও পাভেল আহমদ (২৮)। অন্যদিকে, ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন প্রাইভেট কারের ৫ যাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে মোগলাবাজার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।