দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরের এ দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক আবু রায়হান (২৫) মারা যান বলে জানান ঘোড়াঘাট থানার এসআই দুলাল হোসেন। রায়হান ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
এসআই বলেন, মাইক্রোবাসটি সংযোগ সড়ক থেকে দিনাজপুর-ঢাকা মহাসড়কে উঠার সময় ঢাকামুখী ট্রাকের মুখে পড়ে যায়। মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে রায়হান আহত হন। স্থানীয়রা তাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাক বা এর চালককে আটক করতে পারেনি। নিহতের পরিবার আবেদন করলে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে এসআই দুলাল জানান।