আনিসুর রহমান তপন : মেঘনা ও গোমতি সেতুর টোল প্লাজায় ওয়েব বেজ মনিটরিং পদ্ধতির উদ্বোধন করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন।
একই সাথে বাথুলি ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শীতাকু- এলাকায় মাত্রারিক্ত ওজন বহনকারী ট্রাক ও লরি চলাচল নিয়ন্ত্রণের জন্য আধুনিক এক্সেল লোড স্টেশন উদ্বোধন করা হয়েছে।
ডিজিটাল পদ্ধতিতে টোল আদায় প্রসঙ্গে সেতুমন্ত্রী জানান, টোল আদায় আধুনিকায়নের ফলে এখন প্রতিদিন গড়ে ৩০ লাখ টাকা রাজস্ব আদায় করা সম্ভব হবে।
এছাড়া এক্সেল লোড সম্পর্কে মন্ত্রী বলেন, এক্সেল লোডার (অতিরিক্ত ওজন বহনকআরী) স্থাপন করায় ট্রাক ও লরী চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং দেশের সড়ক মহাসড়কের অকাল ক্ষতি থেকে রক্ষা করা যাবে।