এস এম নুর মোহাম্মদ : বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ড ও ম্যানেজিং কমিটির প্রবিধান মালা ২০০৯ সালের ৫ এবং ৫০ ধারা বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ভিকারুন নিসা নুন স্কুল এ- কলেজের বর্তমান এ্যাডহক কমিটি ভেঙ্গে দিয়ে ৬ মাসের মধ্যে নতুন কমিটি নির্বাচনের নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ বুধবার এ রায় ঘোষণা করেন।
এর ফলে সারা দেশের বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে সংসদ সদস্যরা থাকতে পারবে না বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী ইউনুস আলী আকন্দ।
এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংসদ সদস্যদের থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন এই আইনজীবী।