ইয়াসমিন আক্তার : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের উত্তাপ কেবল মার্কিন মুল্লুকেই আটকে নেই। তা ছড়িয়ে পরেছে পৃথিবীর অপর প্রান্তেও। কে হচ্ছেন ভবিষ্যত মার্কিন প্রেসিডেন্ট? তা নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল আলোচনা। এ সময় কিছু অর্থ উপার্জন হাত ছাড়া করতে নারাজ ব্যবসায়ী মহলও। নির্বাচন মৌসুমে দুই নেতার মুখোশ বানিয়ে বাড়তি আয়ের আশায় রয়েছে অনেক ব্যবসায়ী। চীনের প্লাস্টিক সামগ্রি উৎপাদনকারী কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যে বানাতে শুরু করেছে দুই সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর মুখোশ।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নভেম্বরে। তবে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এখন থেকেই মাতামাতি চলছে। মজার বিষয় হলো মার্কিন নির্বাচনকে ঘিরে ব্যাস্ততা হাজার মাইল দূরে চীনে মুখোশ উৎপাদনকারী কারখানাতে। চীনের মুখোশ উৎপাদনকারী পার্টিটাইম নামে প্রতিষ্ঠানটির দাবি তাদের তৈরি মুখোশই জয় করবে ভোটারদের হৃদয়। তারা দাবি করছেন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প উভয়ের মুখাবয়বের সমান চাহিদা রয়েছে। এরই মধ্যে ১০ লাখ মুখোশ তৈরির অর্ডার পেয়েছেন তারা। রাবার ও প্লাস্টিক দিয়ে মুখোশ তৈরির দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এ প্রতিষ্ঠানটির। তবে মার্কিন ক্রেতাদের কথা বিবেচনা করে মুখোশ উৎপাদনের মানের উপর বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। দুজনের ভঙ্গিমা আর খুটিনাটি তুলে ধরা হয়েছে মুখোশে। ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প উভয়ের মুখাবয়বের ছোট-খাটো বর্ণনা মুখোশগুলোকে আরো জীবন্ত করে তুলেছে। সূত্র : যমুনা