ইসমাঈল হুসাইন ইমু : মিরপুর ইনডোর ষ্টেডিয়ামে ১ম ওপেন ইনডোর আরচ্যারী চ্যাম্পিয়নশীপ- ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারের এ প্রতিযোগিতায় সেনাবাহিনী, বিজিবি, আনসার ও বিকেএসপিসহ মোট ৮টি দল অংশগ্রহণ করে।
বিজিবি আরচ্যারী দলের সদস্যরা ১টি স্বর্ণ ও ২৫ হাজার টাকার প্রাইজমানি, ১টি রৌপ্য ও ১৫ হাজার টাকার প্রাইজমানি এবং ১টি তাম্র পদক অর্জন করে পুরুষ বিভাগে রানার্স আপ এবং প্রতিযোগিতায় সার্বিকভাবে ৩য় স্থান লাভের গৌরব অর্জন করে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরচ্যারী ফেডারেশনের সভাপতি লে: জেনারেল (অব:) মো: মঈনুল ইসলাম, বিজিবি ক্রীড়া বোর্ডের সেক্রেটারি লে: কর্নেল মো: নজরুল ইসলাম এবং বিজিবি ক্রীড়া অফিসার মেজর মাশরেকুল কবীর উপস্থিত ছিলেন।