সাজ্জাদ : ‘তেরা ইন্তেজার’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সানি লিওনি। এ ছবিতে অভিনেতা আরবাজ খানের সঙ্গে রোমান্স করবেন হালের এই ক্রেজ। বর্তমানে রিয়েলিটি শো ‘সিপ্লটসভিলা’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড সেনসেশন সানি লিওনি।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ‘তেরা ইন্তেজার’ এর মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রাজীব ওয়ালিয়া। ছবিতে প্রথমে আরবাজ খানকে চুক্তিবদ্ধ করেন তিনি। এরপর এতে চুক্তিবদ্ধ হন সানি লিওনি। এর জন্য দীর্ঘ তিন মাস ধরে সানির পেছনে ছুটতে হয়েছে অভিষেক ঘটতে যাওয়া এই পরিচালককে।
ভবিষ্যতে আর কোনো ছবিতে চুমুর দৃশ্যে অভিনয় করবেন না বলে সম্প্রতি সংবাদের শিরোনাম হন সানি লিওনি। ওই সময় আর কোনো ছবির ঘণিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না বলে জানান তিনি।
এ নিয়ে পরিচালকরা পড়েন বেশ বিপাকে। অবশ্য এ খবরের পরে গল্পের প্রয়োজনে তা করতে আপত্তি নেই বলেও জানান সাবেক এই পর্নস্টার। এতে তাকে ঘিরে ছবি বানানোর চিন্তারত পরিচালকদের মাঝে স্বস্তি ফিরে।
সর্বশেষ ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবিতে দেখা গেছে সানি লিওনিকে। এরপর শাহরুখ খান অভিনীত আসন্ন ছবি ‘রাইস’-এ তাকে একটি আইটেম গানে দেখা যাবে। এতে তার সঙ্গে পারফর্ম করবেন খোদ কিং খান।