সারীফা রিমু : যেখানে সেখানে ময়লা আর্বজনার স্তুপ নগর জুড়েই। এসব দৃশ্য পাল্টে দিতে ছোট ডাস্টবিন ব্যবহারের উদ্যোগ নিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। রাজধানীর প্রধান সড়কগুলোর ফুটপাতের পাশেই স্থাপন করা হয়েছে এমন অসংখ্য ডাস্টবিন। ময়লা ফেলার বিন এখন পথচারিদের হাতের নাগালে। তবে ডাস্টবিন ব্যবহারের এতোসব উদ্যোগ নিলেও কার্যত তা কাজে আসছে না।
দক্ষিণের ৫৭টি ওয়ার্ডে ৫ হাজার ৭শত বিন স্থাপনে খরচ হয়েছে প্রায় ৩ কোটি টাকা। তবে ফুটপাতের যেসব স্থান হকারদের দখলে রয়েছে সেসব স্থানে বিনে ময়লা ফেলাতো দূরের কথা চোখেই পড়ে না ‘বিন’। নগরবাসীর টাকায় কেনা একেকটি বিন হকাররা ব্যবহার করছে তাদের দোকানের কাজে। এরই মধ্যে আবার কোথাও কোথাও উধাও হয়ে গেছে বিন। কে বা কারা কখনই বা চুরি করে নিয়ে গেছে নেই কোন তদারকিও। ফলে রং উঠে বাকা হয়ে এখন অনেকটাই বিবর্ণ নগরবাসীর সেবায় ঝুলন্ত এসব বিন।
অভিযোগ আছে কোথাও কোথাও বিন পরিষ্কার হয়না দিনের পর দিন।
নগরপরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিবের মতে এসব স্থাপনায় অবস্থানরত সব ময়লা সঠিক সময়ে সরিয়ে নেয়ার ব্যবস্থা না করলে কোনো কাজে আসবে না এসব উদ্যোগ। তিনি আরো বলেন, এটা একটা ভালো উদ্যোগ বটে কিন্তু যতোক্ষণ পর্যন্ত এর সাথে জনসম্পৃক্ততা না হবে জনগণের সচেতনতা কার্যক্রম শুরু না হবে ততোক্ষণ এর সুফল পাওয়া যাবে না। এর সুফলতার জন্য সকলকে পরিবেশ কর্মী হওয়ার মনসৃষ্টি করতে হবে বলেই মনে করেন তিনি।
তবে নগর পরিষ্কার রাখতে সব ধরণের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, দিলাম আর জিনিসটা সাথে সাথে হয়ে গেলো বিষয়টা এ রকম হবে না সেটা আমরা জানি। তবে বিষয়টা ইমপ্রোভ করছে ভবিষ্যতে এটা আরো সুফল দিকে যাবে বলেও মনে করেন এই নগরপিতা।
আর সবকিছুর পরেও নগরীকে পরিচ্ছন্ন রাখতে জনগণকে সঙ্গে নিয়ে নগর কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগই চান সাধারণ মানুষ ।
আরটিভি