ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রাচীন একটি কালী মন্দিরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা মন্দিরে থাকা প্রতিমা ভাঙচুর করে।
বুধবার ভোরে মেহারী ইউনিয়নের ‘মেহারী কালী মন্দিরে’ এ হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।
মন্দির পরিচালনা কমিটির সদস্য শংকর চন্দ্র সরকার বলেন, ভোররাতের কোনো এক সময়ে অজ্ঞাত ব্যক্তিরা মন্দিরে ঢুকে কালী প্রতিমার হাত ভেঙে দেয় এবং প্রণামীর বাক্স ভাঙচুর করে। স্থানীয়রা টের পেয়ে এগিয়ে আসতে থাকলে হামলাকারীরা পালিয়ে যায়।
প্রায় দুইশত বছরের পুরনো এই মন্দিরে এমন ঘটনা আগে ঘটেনি বলে জানান তিনি।
কী কারণে মন্দিরে হামলার ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি শংকর।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।