মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলার বাঁচামারা গ্রামে বজ্রপাতে একই পরিবারের তিনজন আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতে আহত হয় ওই তিনজন।
আহত তিনজন হলো বাঁচামারা গ্রামের হায়দার আলীর স্ত্রী হাওয়া বেগম (৪০), তাঁর মেয়ে আছিয়া (৮) ও ছেলে রাসেল (৭)। গুরুতর অবস্থায় তাদের স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ভারি বৃষ্টির শুরু হওয়ার পর বজ্রপাতে তারা আহত হয়।
এদিকে ভারি বৃষ্টির সময় হালকা বাতাসে রাস্তার দুই পাশের ছোট-বড় গাছপালা ভেঙে রাস্তার ওপর পড়ে। এতে ঢাকা-খুলনা মহাসড়কের কাওরাকান্দি-ভাঙ্গা সড়কে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় জনগণ ও পাঁচ্চর হাইওয়ে পুলিশ প্রায় এক ঘণ্টা চেষ্টা করে রাস্তা পরিষ্কার করে। পরে যান চলাচল শুরু হয়।