মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে পছন্দের কর্মকর্তাকে নিয়োগ না দেয়ায় ইসি কর্মকর্তা জাহিদুল ইসলামকে পিটিয়েছে আওয়ামী লীগ এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল বাতেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমপি মোস্তাফিজুর রহমানের কথামতো কাজ না করায়, তার অনুসারীদের ভোটকেন্দ্রে এজেন্ট নিয়োগ না দেওয়ায় উপজেলা নির্বাচন কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন তিনি ও তার অনুসারীরা। ইসি কর্মকর্তা জাহিদুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, ইতিমধ্যে ঢাকার নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।