সিলেটের সকাল : বিনা নোটিশে সিসিকের গাড়ি উচ্ছেদ ও নষ্ট করার প্রতিবাদে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে টেম্পু,ইমা, লেগুনা পরিবহণ শ্রমিক ইউনিয়িনের শ্রমিকরা সড়কে অবরোধ করেছে। বুধবার বিকেল চারটায় কোর্ট পয়েন্টে রাস্তার চারপাশে নিজেদের গাড়ি রেখে সড়ক অবরোধ করেছে।
সিলেট সিটি কর্পোরেশন বুধবার বিকেল ৪ টায় নগরীর এই সড়কটিতে অবৈধভাবে রাখা যানবাহন ও ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করে। এই সময় ওই এলাকায় থাকা একটি গাড়ি সিটি কর্পোরেশন তুলে নিয়ে ভাংচুর করেছে বলে জানায় শ্রমিকরা। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে কোর্ট পয়েন্ট এলাকায় উত্তেজিত পরিবহন শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে।
এ সময় শ্রমিকরা ভাংচুরকৃত গাড়িটি পূর্বের অবস্থায় ফেরত না দেয়া পর্যন্ত অবরোধ অব্যাহত রাখবে বলে শ্রমিকরা জানিয়েছে।