সাবিহা সুলতানা: নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন আদালত।
পল্টন থানায় দায়ের করা এ মামলার হাজিরা দিতে ও জমিনের আবেদন করতে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে হাজির হন মির্জা ফখরুল। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন ।
এছাড়াও পল্টন থানার আরো ৪টি এবং শাহজাহানপুর থানার একটি নাশকতার মামালায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আজ হাজিরা দেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুলের পক্ষে জামিনের শুনানি করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া এবং মাসুদ আহমেদ তালুকদার।
উল্লেখ্য, ২০১৫ সালে বিএনপির ডাকা হরতাল-অবরোধে নাশকতার অভিযোগ এনে পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়।