জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রদল কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগের কর্মীরা। বুধবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
হামলায় আহত শিক্ষার্থীর নাম ইওমিন ওসমান সম্রাট। তিনি জবির ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।
সম্রাটকে প্রাথমিকভাবে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে ইসলামিয়া হাসপাতালে পাঠানো হয়।
আহত সম্রাট বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি দেওয়াকে কেন্দ্র করে আমি ফেসবুকে প্রেসিডেন্ট ও সেক্রেটারির ছবি দিয়ে প্রচার চালাই। এ কারণে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের কর্মীরা আমাকে রড ও লাঠি দিয়ে মারধর করে।’
ছাত্রদল কর্মীদের অভিযোগ, ছাত্রলীগ তাদের নিজ দলের পদ পাওয়ার জন্য ছাত্রদল কর্মীদের মারধর করেছে।
জবি ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমাদের ছাত্রদলের কর্মীদের ওপর তারা একের পর এক হামলা চালাচ্ছে। একজন শিক্ষার্থীর পড়াশোনার মতো মৌলিক চাহিদাও তারা পূরণ করতে দিচ্ছে না।’
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের জবি শাখার সাধারণ সম্পাদক এস এম সিরাজুর ইসলাম জানান, ছাত্রদলের কর্মী ইওমিন ওসমান সম্রাট ছাত্রলীগে অনুপ্রবেশ করেছে। এ ছাড়া ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে সাধারণ শিক্ষার্থীরা তাকে মারধর করে।
এ বিষয়ে প্রক্টর নূর মোহাম্মদ বলেন, ‘আমি বিষয়টি শুনেছি, তবে এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’
এর আগে গত সোমবারও জবির আরেক ছাত্রদল কর্মী মাইন উদ্দিনকে ব্যাপক মারধর করে ছাত্রলীগ কর্মীরা। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র।