মুসলিমদের পবিত্রতম স্থান মক্কা ও মদিনা আক্রান্ত হলে বাংলাদেশ থেকে সেনা পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। সৌদি আরবের নেতৃত্বাধীন ৩৪ দেশের সামরিক জোটে যোগ দেয়া বাংলাদেশের অবস্থান ব্যাখা করতে গিয়ে বুধবার তিনি এ কথা বলেন।
সৌদি আরব গত ১৪ ডিসেম্বর ঘোষণা করে, তারা ৩৪টি মুসলিম দেশ নিয়ে একটি সন্ত্রাসবিরোধী সামরিক জোট গঠন করেছে। এই জোটে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, মিসরসহ সুন্নিপ্রধান দেশগুলো যোগ দিয়েছে। তবে ইরান, ইরাক ও সিরিয়াসহ কয়েকটি মুসলিম দেশ এতে যোগ দেয়নি।
সৌদি আরব সন্ত্রাসবিরোধী এই জোট গঠনের ঘোষণা দেয়ার পর পরই বাংলাদেশ রিয়াদে সন্ত্রাসবিরোধী কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার সিদ্ধান্ত জানিয়ে এই জোটে যোগদানের কথা ঘোষণা করে। তবে সৌদি জোটের আওতায় বাংলাদেশকে সন্ত্রাসকবলিত দেশে সন্ত্রাস দমনে সেনা পাঠানোর চাপ দিতে পারে সৌদি আরব- এমন ধারণা থেকে বাংলাদেশে এনিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।Ñযুগান্তর