আনাস ভূঁইয়া : থাইল্যান্ডের বৌদ্ধমন্দিরের হিমাগার থেকে ৪০টি মৃত বাঘ সাবক উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ১৩৭টি বাঘের মধ্যে তিনটিকে সরিয়ে নেয়ার একদিন পর তল্লাসি চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরগুলোতে বাঘ পালন ঐতিহ্যের অংশ। আর কাঞ্চনাবুরি এলাকার মন্দির বাঘ পালনের জন্য বিখ্যাত। ওয়াট ফ লুয়াঙ তা বুয়া মন্দিরটি বাঘ মন্দির হিসেবেই পরিচিত।
যদিও বর্তমানে থাইল্যান্ডে সরকারি অনুমতি ছাড়া বন্যপ্রাণি সংরক্ষণের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এঘটনায় বৌদ্ধভিক্ষুদের বিরুদ্ধে অবৈধভাবে বাঘ সংরক্ষণ ও পশু প্রাচারের অভিযোগ আনা হয়েছে।
কাঞ্চনবুরি প্রদেশের টাইগারট্যাম্পল হিসেবে পরিচিত ওই মন্দিরে অর্থের বিনিময়ে বাঘসহ বন্যপ্রাণি দেখতে পেতেন পর্যটকরা।