রিকু আমির : ‘এটা কী সিআইএ নাকি। ওহ্ না, সিআরআই’।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বুধবার দুপুরে সোনারগাঁও হোটেলে পুষ্টি বিষয়ে বেসরকারি সংস্থা সিআরআই আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতার শুরুতে এ কথা বলার পরপরই অনুষ্ঠানস্থলে হাসির রোল পড়ে যায়।
মন্ত্রী নিজেও মুচকি হাসেন।
বক্তৃতার শেষেও মন্ত্রী কৌতুক করে বলেন, ‘প্রথমে মনে করেছিলাম সিআইএ’।
এসময় আরেক দফা হাসির রোল পড়ে অনুষ্ঠানস্থল জুড়ে।
এরপর ক্ষোভ প্রকাশ করেন সিআরআই’র প্রতি। তিনি বলেন, আপনারা এ ধরণের অনুষ্ঠানগুলো কেন সোনারগাঁওয়ে করেন, গ্রামে যান না কেন। সেখানে গিয়ে মানুষদের বলেন, সুন্দর সুদর্শন মানুষদের এখানে এনে এড্রেস করে লাভ হবে না। গ্রামে যেখানে মানুষ অসহায়, সহযোগিতা পেতে চায়, সেখানে গিয়ে সভা-সেমিনার করেন। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি আপনাদের সহযোগিতা করব। আমি চাই না, সোনারগাঁও-ওয়েস্টিনে এসব অনুষ্ঠান হোক।
কৌতুক করে মন্ত্রী আরও বলেন, ‘আমাকে বক্তৃতা দেয়ার জন্য মন্ত্রণালয় থেকে লিখে দেয়। আমি এসব পড়ি না। পড়তে গেলে বক্তৃতা দিতে গেলে মুড নষ্ট হয়ে যায়’।
এ কথা বলার সময় মন্ত্রীর হাতে কম্পোজ করা একটি কাগজ দেখা যায়।