ভূমি উদ্ধারে প্রশাসনের অভিযান-সিলেটের সকাল
সিলেটের সকাল রিপোর্ট: নগরীর ধোপাদিঘীর পাড়স্থ জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের কয়েক কোটি টাকা মূল্যের ভূমি উদ্ধার করা হয়েছে । বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এ ভূমি উদ্ধার করা হয়।
জানা গেছে, সিলেট জেলা প্রাণী সম্পদ অফিসের ২৪ শতক জায়গা প্রাণী সম্পদ অফিসের জন্য জেলা প্রশাসকের খাস খতিয়ান থেকে একশ বৎসরের জন্য লীজ নেয়া হয়। এর পর থেকে একটি অসাধু চক্র জায়গাটুকু তাদের দখলে নিতে নানা ধরণের পায়তারা শুরু করে। ৫/৬ মাস আগে তারা স্থাপনা তৈরী করে জায়গাটুকু অবৈধ দখল করে নেয়।
বিষয়টি উচ্চ আদালয়ে বিচারাধীন থাকায় ও সিলেট জেলা প্রশাসনের এক নোটিশের প্রেক্ষিতে বুধবার জায়গা থেকে দখলকার এড. শামীম সিদ্দিকী, আব্দুল হান্নান, আব্দুুল জব্বার, মাহফুজা সিদ্দিকীকে উচ্ছেদ করে তা দখলমুক্ত করা হয় । পাশপাশি এর কাছে থাকা একটি হোটেলও সিলগালা করে দেয়া হয়।
এই ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়-সিলেটের সকাল
সিলেটের অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, সেখানে তাদের কয়েকজন কর্মচারী বসবাস করে। কিন্তু, একটি চক্র সেখানে স্থাপনা তৈরী করে তা দখলের চেষ্টা চালায়। এ অবস্থায় প্রশাসন অভিযান চালিয়ে ভূমিটি উদ্ধার করেছে।