ফারুক আলম : কলায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে ১৮ ব্যবসায়ী ও কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের কলাপট্টিতে র্যাব-২ বিএসটিআই এবং উত্তর সিটি কর্পোরেশন যৌথভাবে অভিযান পরিচালনা করে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ১০টি আড়তে এই অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ কলা ধ্বংস করা হয়। জব্দ করা হয় রাসায়নিক। ব্যবসায়ী ও কর্মচারীদের এক থেকে তিনমাসের কারাদ- দেয় ভ্রাম্যমাণ আদালত।
ফল কেমিকেল মুক্ত রাখতে পুরো রমজান মাস জুড়ে এই অভিযান চলবে বলে জানায় র্যাব।