আমিন ইকবাল : আফগানিস্তানের গজনি শহরে একটি আদালতে তালেবান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মুখ্য বিচারপতিসহ আহত হয়েছেন আরও ১২ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর দৈনিক পাকিস্তানের।
স্থানীয় মিডিয়া সূত্র জানায়, বুধবার তালেবানের একদল অস্ত্রধারী গজনির ওই আদালতে ব্যাপক হামলা চালালে সেখানে দায়িত্বরত নিরাপত্তাবাহিনীর সদস্যরা পাল্টা আক্রমণ করে। এতে ব্যাপক গুলাগুলি হলে নিরাপত্তাবাহিনীর গুলিতে পাঁচ তালেবান সদস্যসহ ১০ জন নিহত হয়। মুখ্য বিচারপতিসহ আহত হয় অন্তত ১২ জন। গজনির পুলিশ প্রধান আমিনউল্লাহ আমারখাইল বিষয়টি নিশ্চিত করছেন।