নিজস্ব প্রতিবেদক: বিপিএসসি’র মাধ্যমে নিয়োগ বাতিল এবং জেষ্ঠ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসভন ঘেরাও করে বিক্ষোভকালে বেকার নার্সদের উপর বেপরোয়া লাঠিচার্জ করেছে পুলিশ। এতে কমপক্ষে অর্ধশত নার্স আহত হয়েছে।
বুধবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারুক হোসেইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় না পেয়ে হতাশাগ্রস্ত নার্সরা ধানমন্ডিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে যাওয়ার পথে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে।
তিনি আরো জানান, এতে অর্ধশত নার্স আহত হয়। আহতদের মধ্যে সাতজনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশাঙ্কজনক। বর্তমানে এলাকাটিতে থমথমে অবস্থা বিরাজ করছে।
ধানমন্ডি থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, বাড়ির ব্যারিকেডের সামনে অবস্থান করার সময় আমরা তাদের সরিয়ে দেই। কোনো লাটিচার্জের ঘটনা ঘটেনি।