লিহান লিমা: ১৯১৫ সালে তুরস্কের অটোমান বাহিনী দ্বারা আর্মেনিয়ায় গণহত্যার জন্য জবাব দিতে ভয়ের কোন কারণ নেই। জার্মান আইনপ্রণেতাদের আর্মেনিয়ার প্রেসিডেন্ট এই আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার জার্মান আইনপ্রণেতারা ১.৫ মিলিয়ন আর্মেনিয়ান গণহত্যার বিরুদ্ধে প্রতীকি প্রস্তাবনা অনুমোদন করবেন বলে আশা করা যাচ্ছে। আর্মেনিয়ার প্রেসিডেন্ট বলেন, গণহত্যার বিরুদ্ধে ভোট দিতে গিয়ে বার্লিন-আঙ্কারা সম্পর্কের অবনতি বা তুরস্কের প্রেসিডেন্ট তায়িফ এরদোগানকে নিয়ে আতঙ্কগ্রস্ত হ্ওয়ার কোন কারণ নেই।
এদিকে প্রেসিডেন্ট সারজাহ সারজাসান বুধবার প্রকাশিত জার্মান পত্রিকা ডেইলি বিল্ড এ এক সাক্ষাৎকারে বলেন, কোন স্বল্পমেয়াদি রাজনৈতিক স্বার্থে আপোষ করলে, এবং সেটি যদি বারবার করা হয় তা জার্মানির জন্য ক্ষতিকর, ক্ষতিকর সমগ্র ইউরোপ এবং সারাবিশ্বের জন্য।
তুরস্ক বলেছে, আর্মেনীয়দের সাথে যুদ্ধের সময় খ্রিস্টান সৈন্যরা নিহত হয় কিন্তু হাজার-হাজার মানুষের হত্যা শুধুমাত্র আর্মেনিয়দের অপপ্রচার। এক টিভি সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, জার্মান সংসদের রেজ্যুলেশন আঙ্কারা-এবং বার্লিনের সম্পর্কের অবনতি ডেকে আনবে।
সূত্র: রয়টার্স