মমিনুল ইসলাম: গ্রিসের এথেন্স ভিত্তিক দুইটি মানব চোরাচালান নেটওয়ার্কের একটিতে বাংলাদেশি নাগরিক জড়িত আছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা। অভিযোগ করা হয়, এসব বাংলাদেশি ইউরোপে মানবপাচারের জন্য ভ্রমণের কাগজপত্র জাল কারর কাজে জড়িত রয়েছে। মঙ্গলবার ইউরোপিয় পুলিশ অফিস ইউরোপাল এ তথ্য জানিয়েছে।
৩১ মে’র এক বিবৃতিতে ইউরোপাল জানায়, গ্রিসে ১৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া চেকপ্রজাতন্ত্র থেকে আটক করা হয়েছে আরও তিনজনকে। পাসপোর্ট, জাতীয় আইডি কার্ড, শেনজেন ভিসা, ড্রাইভিং লাইসেন্স, শরণার্থী নিবন্ধন কার্ড ও রেসিডেন্ট পার্মিট কার্ড জালের কাজে তারা জড়িত রয়েছে বলে সন্দেহ করা হয়।
ইউরোপিয় পুলিশ সংস্থা জানায়, পরবর্তীকালে এসব ভুয়া কাগজপত্র অভিবাসীদের হাতে তুলে দেয়া হয়। একটি সংগঠিত অপরাধ চক্রের মাধ্যম ইউরোপে প্রবেশের জন্য এ জালিয়াতি করা হতো।
তবে আটককৃতদের নাম পরিচয় কিছু জানানো হয়নি।- বিডি নিউজ।