সজল সরকার : বিদেশের ওপর নির্ভরশীলতা কমাতে ভারত নিজ দেশেই লিথিয়াম আয়ন ব্যাটারী প্রস্তুত করতে যাচ্ছে। এতদিন দেশটি ল্যাপটপ ও মোবাইল ফোনে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারী চীন থেকে আমদানি করত। প্রতিবেশি এবং প্রতিদ্বন্দ্বী দেশ চীনের ওপর থেকে নিজেদের নির্ভরশীলতা কমাতেই এমন পদক্ষেপ নিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র মনে করে।
ভারতের তামিলনাডুতে সেন্ট্রাল ইলেকট্রোকেমিক্যাল রিসার্চ ইন্সটিটিউট আগামী ২ মাসের মধ্যে লিথিয়াম (লি-আয়ন) ব্যাটারী উৎপাদন শুরু করবে। প্রতিষ্ঠানের পরিচালক বিজয়মহন কে. পিল্লাই বলেন, ‘এই প্রথম আমরা নিজ দেশেই লি-আয়ন ব্যাটারী উৎপাদন করতে যাচ্ছি, যার ফলে বিদেশের ওপর নির্ভরশীলতা কমে যাবে এবং অর্থেরও সাশ্রয় হবে। আমাদের যে ক্ষমতা আছে তাতে প্রাথমিকভাবে আমরা প্রতিদিন গড়ে ২শ ব্যাটারী লি-আয়ন ব্যাটারী উৎপাদন করতে পারব।’
বিশ্বে প্রায় ৩৩ বিলিয়ন লি-আয়ন ব্যাটারী ব্যবহৃত হয় এবং শুধুমাত্র ভারতেই ১ বিলিয়ন লি-আয়ন ব্যাটারী ব্যবহৃত হয়ে থাকে, চীন, জাপান, দঃ কোরিয়া, তাইওয়ান এবং পশ্চিমা কয়েকটি দেশ এ ধরণের ব্যাটারী প্রস্তুত করে থাকে। ভারত এতদিন ধরে চীন থেকে এ ব্যাটারী আমদানি করত যাতে আমদানি ব্যয়ের সঙ্গে সংগতি রাখতে ব্যাটারীর মূল্য বেশি হত। বিদেশের ওপর নির্ভরশীলতা কমাতে এবং খরচ সীমাবদ্ধ রাখতে ভারত এখন নিজ দেশেই এ ব্যাটারী উৎপাদন করতে যাচ্ছে। প্রাথমিকভাবে স্বল্প পরিমান উৎপাদন করলেও বিনিয়োগ বাড়লে ব্যাটারীর উৎপাদন বাড়ানো হবে বলে জানিয়েছেন পিল্লাই।
সূত্রঃ নিউ কেরালা