মমিনুল ইসরাম: পাকিস্তানের সিন্ধু প্রদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও চীনা-পাকিস্তান অর্থনৈতিক করিডোরে কর্মরত চীনা শ্রমিকদের নিরাপত্তায় ১৬০ জন সাবেক সেনাসদস্যকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে চীনা নাগরিকদের নিরাপত্তায় সাবেক সেনা সদস্যদের নিয়ে ২ হাজারের শক্তিশালী কমান্ডো বাহিনী তৈরির নিদ্ধান্ত নেয় সিন্ধ পুলিশ। এর অংশ হিসেবেই এ ১৬০জনকে নিয়োগ দেয়া হলো। মঙ্গলবার এ বিশেষ বাহিনীর আত্মপ্রকাশ ঘটেছে।
এক সিনিয়র কর্মকর্তা ডনকে জানান, সোমবার এক চীনা ইঞ্জিনিয়ারের ওপর বোমা হামলা হয়েছে। এর ফলে এ বিশেষ বাহিনী গঠনের প্রক্রিয়া দ্রুত করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, দুই মাস আগে চীনা নাগরিকদের নিরাপত্তায় সাবেক ২ হাজার সেনা সদস্যের সমন্বয়ে একটি বিশেষ বাহিনী গঠনের সিদ্ধান্ত নেই সিন্ধের শীর্ষ কমিটি। চীনা-পাকিস্তান করিডোর ও প্রদেশের অন্যান্য উন্নয়ন প্রকল্পে কর্মরত শ্রমিকদের নিরাপত্তায়ই এ সিদ্ধান্ত নেয়া হয়। এরপর থেকে এ পর্যন্ত ১৬০ সেনা সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে।
২০১৫ সালের আগস্টে চীনা কনসাল জেনারেল মা ইয়াও তখনকার সিন্ধ আইজিপির কাছে তার দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা পরিকল্পনা জানতে চান। এনিয়ে চীনের সঙ্গে কিছু সংখ্যক পরিকল্পনা নিয়ে আলোচনা করে পাকিস্তান। অবশেষে এ পরিকল্পনাটি চূড়ান্ত করা হয়।ৃৃ