অনির্বাণ বড়ুয়া : ঢাকাকে নিয়ে আমাদের অভিযোগের অন্ত নেই। শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ কি নেই এখানে। যত্রতত্র ময়লা না দেখে দিন শুরু করা মুশকিল এই শহরে। আপনি কি কখনও ভেবেছেন ঢাকা থেকে কয়েক গুন বেশি দূষিত শহরও থাকতে পারে? নাইজেরিয়ার অনিতশা শহরের নাম নাও শুনে থাকতে পারেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই শহরটিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসবে আখ্যা দিয়েছে।
এই শহরটির বাতাশে পিএম১০ এর পরিমান বিপদশীমার ত্রিশগুন বেশি। পিএম১০ হচ্ছে ধোয়া, বালি ও অন্যান্য বায়বীয় ক্ষতিকর পদার্থকনা যেগুলো মানুষের নিঃশ্বাসের সঙ্গে শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। এর মধ্যে যেসব কনার আকার ১০ মাইক্রোমিটারের কম সেগুলোকে পিএম১০ বলা হয়।
দক্ষিণ নাইজেরিয়ার এই বন্দর নগরীতে পিএম১০ এর পরিমাণ এতো বেশি হওয়ার কারণ শহরটিতে চলমান উন্নয়ন। শুধু যে এই শহরটিতেই পিএম১০ এর পরিমাণ বেশি তা হয়। পুরো নাইজেরিয়া জুড়েই এই সমস্যা বেশ প্রকট। বিশ্বব্যাংকের হিসাব মতে দেশটির ৯৪ ভাগ মানুষই দূষিত বায়ু গ্রহণ করছে।
অনিতশার পরে সবচেয়ে বেশি দূষিত শহরের তালিকায় নাইজেরিয়ারই আরও তিনটি শহর রয়েছে। দেশটির উত্তরে কাদুনা শহর আছে পঞ্চম স্থানে, আবা আছে ষষ্ঠ স্থানে এবং উমুয়াহিয়া আছে ১৬তম স্থানে।
দেশটিতে এই পরিমাণ দূষণের কারণ দেশটির চলমান অর্থনৈতিক উন্নয়ন। গত এক দশক ধরেই নাইজেরিয়া আফ্রিকান অর্থনীতির কেন্দ্রে পরিণত হয়েছে। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে দেশটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় অর্থনীতিতে পরিণত হয়েছে।