সিলেটের সকাল :
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ একটি ভয়াবহ ব্যাধি। এ থেকে রক্ষা পেতে হলে শিশু জন্মের সাথে সাথেই জন্মনিবন্ধন করতে হবে। জনগণকে সচেতন করতে হলে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বাল্যবিবাহের কূফল সম্পর্কে জানাতে হবে। বাল্যবিবাহ নারী ও শিশু মৃত্যুর হার বাড়ায় এবং সংসারে নানা সমস্যা সৃষ্টি হয়। এ গর্হিত কাজ থেকে জাতিকে মুক্ত করতে হলে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও নিকাহ রেজিষ্ট্রার কারীদের সচেতন থাকতে হবে। যাতে ভূয়া জন্মনিবন্ধন অথবা এফিডেভিটের মাধ্যমে বয়স বৃদ্ধি করে বিবাহ কাজ সম্পন্ন না হয়।
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহিত আলম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মনফর আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মছদ্দর আলী, পুরান কালারুকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, ইউপি সচিব কামরুল ইসলাম, ইউনিয়ন নিকাহ রেজিষ্ট্রার সিরাজুল আম্বিয়া, ইউপি সদস্য মানিক মিয়া, মানিক মিয়া-২, মহিলা সদস্য আছমা বেগম, সোনামালা বেগম, নবনির্বাচিত ইউপি সদস্য মন্তকা আহমদ, মুজাহিদ আলী, শরিফ আলী, কয়েছ আহমদ, মুরব্বি হারুণ রশিদ, আব্দুল মন্নান, বীর মুক্তিযোদ্ধা বুরহান উদ্দিন, নূর মিয়া, কলমদর আলী, মখলিছ মিয়া, বাতির আহমদ দিলা, মাওলানা আমিরুল হক আওয়ামীলীগ নেতা এমদাদ আলী ও জলাল আহমদ প্রমুখ।