কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় নিখোঁজের একদিন পর নদীতে ভাসমান অবস্থায় জাহিদ (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকাল ৩ টায় কুলাউড়ার গোগালীছড়া নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে কুলাউড়া থানা পুলিশ। সে পৌর এলাকার জয়পাশা গ্রামের চেরাগ আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, জাহিদ গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাননি। বুধবার সকালে স্থানীয়রা গোগালীছড়া নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে এবং ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি পানিতে ডুবে মারা গেছে নাকি তাকে হত্যা করে লাশ নদীতে ফেলা হয়েছে
তা ময়না তদন্ত রিপোর্ট এবং পুলিশি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।