রিকু আমির, ঢামেক থেকে : আগামীকাল শুক্রবার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)’র নিয়োগ পরীক্ষা বর্জন ও প্রয়োজনে সুইসাইড স্কোয়াড গঠন করে আত্মাহুতির ঘোষণা এসেছে ঢাকা নার্সিং কলেজের সামনে আন্দোলনরত নার্সদের অবস্থান কর্মসূচি থেকে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কলেজ প্রাঙণে হ্যান্ড মাইকে এসব কথা বলেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের অতিরিক্ত মহাসচিব খাদেমুল ইসলাম।
তার আশপাশ জুড়ে ছিল শত শত নার্স।
খাদেমুল হ্যান্ড মাইকে বলছিলেন, আমরা দাবি আদায় করেই ছাড়বো। আমরা কী কালকে পিএসসির পরীক্ষায় অংশ নেব?
স্বমস্বরে সবাই হাত উঁচিয়ে বলছিলেন, না, নেব না।
খাদেমুল বলছিলেন, আমাদের উপর নির্যাতন চালানো হয়েছে শান্তিপূর্ণ আন্দোলন করা সত্বেও। আমাদেরকে বারবার শুধু আশ্বাসই দেয়া হচ্ছে। কিন্তু কোনো সমাধানই করা হচ্ছে না। এ অবস্থায় আমরা কী আত্মাহুতির জন্য প্রস্তুত?
সমস্বরে সবাই বলে উঠেন, প্রস্তুত।
এরপর খাদেমুল বলেন, প্রয়োজনে সুইসাইড স্কোয়াড গড়ে তুলব, নিজ হাতে বিষ তুলে মুখে দেব। কী, আমরা কী নিজ হাতে বিষ তুলে মুখে দেব?
সবাই বলছিলেন, দেব।
খাদেমুল বলেন, কিছুক্ষণের মধ্যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আসবেন। তারা বলেছেন, এসে সমাধান করবেন।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সীমানার ভেতর অবস্থিত ঢাকা নার্সিং কলেজ প্রাঙণে অবস্থান নিয়ে আছেন শত শত নার্স। এখন পর্যন্ত দাবি আদায়ে তারা অনড় অবস্থানেই আছেন।
রোদ, আধো ছায়া, পুরো ছায়ায় উত্তেজনাকর কথা বলে সময় অতিবাহিত করছেন তারা।
খাদেমুল বলেন, এরইমধ্যে আমরা সারাদেশে কর্মবিরতি ঘোষণা করেছি। এখনও যারা কর্মবিরতি পালন করছেন না, তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা কর্মবিরতি পালন করুন। আমাদের পাশে দাঁড়ান। আমাদের দাবির সঙ্গে একাত্ম হোন।